কানাডার নতুন হাইকমিশনার হিসেবে ঢাকায় যোগ দিয়েছেন লিলি নিকোলস। বুধবার (১৯ জানুয়ারি) কানাডার নতুন হাইকমিশনার টুইটারে এ তথ্য জানিয়েছেন।
লিলি নিকোলস টুইটারে জানান, ঢাকার কানাডা মিশনে যোগ দিতে পেরে আমি খুশি। বাংলাদেশে আসার পর তাকে সুস্বাদু মিষ্টি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলেও লিখেছেন তিনি।
ঢাকায় আসার আগে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। এর আগে পানামায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।
ঢাকায় কানাডার হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বেনোয়া প্রিফন্টেইন। লিলি নিকোলস তার পদে স্থলাভিষিক্ত হলেন। আর বেনোয়া প্রিফন্টেইন ভারতের বেঙ্গালুরুর কানাডার মিশনে কনসাল জেনারেল হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/