নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই নন্দিত অভিনেত্রী। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় গতকাল ২৪ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৫ দিনে দুইবার করোনা পরীক্ষা করানো হয় এই নায়িকার। প্রথমে নেগেটিভ ফল এলেও দ্বিতীয়বার পজিটিভ ফল আসে বলে জানান চিত্রনায়ক নাঈম। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমি ও শাবনাজ দুজনই এভারকেয়ারে চিকিৎসা নিচ্ছিলাম। গতকাল সকালেও হাসপাতালে কোনো বেড পাইনি। অবশেষে সন্ধ্যায় তাকে ভর্তি করাতে পেরেছি।’
তবে শাবনাজের শারীরের অবস্থা ভালো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাবনাজের অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে। চিকিৎসক আবিদুর রহমান ও আয়াজের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। আশা করছি, খুব শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে শাবনাজ।’
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়ক নাঈম। তিনি সুস্থ হয়ে বাসায় রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/