ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে শুক্রবার ৬টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কেউ হাতাহত হয়নি, তবে একটি বেসমারিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
রকেটগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বা পার্কিং এলাকায় আঘাত করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বেসামরিক বিমান রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ছয়টি রকেট বিমানবন্দরের বেসামরিক স্থাপনায় আঘাত করে এবং এতে অবস্থানরত একটি বিমানের ক্ষতি হয়েছে।
আরেকটি সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৬৭ বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকি এয়ারওয়েজের। বিমানটির মেরামত চলছিল।
তাৎক্ষণিকভাবে এ হামলার জন্য কেউ দায়িত্ব স্বীকার করেনি। খবর এএফপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/