যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
স্থানীয় পুলিশের দাবি, একটি গাড়ি সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
সিগন্যালের লালবাতি উপেক্ষা করে দ্রুতগতিতে চলা গাড়িটি অন্য গাড়িগুলোর ওপরে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধার কর্মীরা।
নর্থ পাব্লিক অফিসার অ্যালেকজান্ডর কিউভাস বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ছুটে আসি। আহতদের হাসপাতালে নেওয়া হয়। দ্রুত গতিতে চলে আসা গাড়িটির চালকও নিহত হয়েছেন।
স্থানীয় একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের তুলনায় ২০২১ সালের প্রথম ছয় মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছিল প্রায় ১৮ দশমিক ৪ শতাংশ। যা ভেঙে দিয়েছিল পূর্বের সব রেকর্ড। খবর দ্য গার্ডিয়ান
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/