যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হলে গত বছর মার্কিন ক্যাপিটল ভবনে হামলায় অংশ নেওয়ায় যারা অভিযুক্ত হয়েছেন তাদের ক্ষমা করে দেবেন তিনি।
টেক্সাসের কনরোয়িতে শনিবার রাতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘যদি আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং বিজয়ী হলে আমরা ৬ জানুয়ারির ঘটনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবো।
আমরা তাদের প্রতি যুক্তিযুক্ত আচরণ করবো এবং তাদের ক্ষমা করে দেয়ার প্রয়োজন হলে, আমরা তাদের ক্ষমা করে দেবো। কারণ তাদের সাথে একেবারে অন্যায় আচরণ করা হচ্ছে।’
প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে বিজয়ের অনুমোদন দেয়া ঠেকানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন আইন-পরিষদে ট্রাম্পের শত শত সমর্থক হামলা চালায়।
এ দাঙ্গার ঘটনা তদন্তের অংশ হিসেবে ৭শরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত থাকায় গ্রেফতারের তালিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মার্কিন ইতিহাসের ওই ন্যক্কারজনক ঘটনায় পাঁচজন প্রাণ হারান।
অভিযুক্ত অধিকাংশের বিরুদ্ধে সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ আনা না হলেও ওই ভবনে অবৈধভাবে প্রবেশের নিছক অভিযোগ করা হয়েছে এবং তারা সাধারণভাবে অপকর্মের অভিযোগ মোকাবেলা করছে।
এদিকে ওই দাঙ্গার ঘটনায় করা মামলায় কয়েকজনকে দীর্ঘ মেয়াদি সাজা দেয়া হয়েছে এবং সহিংস কর্মকাণ্ডে অভিযুক্ত আরো প্রায় ২২৫ ব্যক্তির আদালতের দেয়া রায়ে গুরুতর সাজা ভোগ করতে হতে পারে।
ট্রাম্প এ দাঙ্গায় অংশ নেয়া ব্যক্তিদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারকার্য পরিচালনার বিরুদ্ধে বারবার কঠোর সমালোচনা করেন। খবর এএফপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/