সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মাদারীপুরে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।
জানা গেছে, গত দু’দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
ডা. ইকরাম হোসেন বলেন, শাহাজান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা বেশ ভালো রয়েছে। তার সঙ্গে কাউকে সরাসরি দেখা করতে নিষেধ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/