রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাবুল হককে প্রক্টর নিযুক্ত করা হয়েছে। বুধবার তিনি তার দায়িত্বে যোগদান করেন। এর আগে ভারপ্রাপ্ত প্রক্টর ছিলেন লিয়াকত আলী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ড. আসাবুল হক ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। তার আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ বছর গণিত বিভাগে প্রভাষক ছিলেন।
রাবিতে ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ, বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সদস্য, বিশ্ববিদ্যালয় সিনেটের নির্বাচিত সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের বর্তমান স্টিয়ারিং কমিটিরও সদস্য ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/