আর্জেন্টিনায় দূষিত মাদক সেবন করে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। অসুস্থদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকার এই দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এ ঘটনা ঘটে।
আর্জেন্টিনার কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যম বুধবার জানায়, কোকেন সেবনের পর দেশটিতে ১৭ জন প্রাণ হারিয়েছেন। ভুক্তভোগীদের সেবন করা ওই কোকেনে দূষিত কোনো কিছু ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বুয়েন্স আয়ার্স প্রদেশের বেশ কয়েকটি শহরজুড়েই প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
আর্জেন্টাইন সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, বিষাক্ত মাদক সেবনের পর গুরুতর অসুস্থ হয়ে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত বুয়েন্স আয়ার্স প্রদেশের আটটি শহরেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে।
সরকারি ওই সূত্রটি আরও জানিয়েছে, মাদক সেবনের পর মারা যাওয়া ব্যক্তিরা মূলত হুরলিংগম, সান মার্টিন এবং ট্রেস দে ফেবরেরো শহরের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটির জাতীয় রাজধানীর নামও একই। রাজধানী শহরের ঠিক বাইরে অনেক শহরতলিতে বহু মানুষ বসবাস করেন। খবর বিবিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/