পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি) বলেছেন, আমরা সাহায্যের জন্য বাইরে হাত পাতি না। বাজেটের শতকরা এক টাকাও খয়রাতির না, আল্লাহ সাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি। আমাদের ৪ লাখ কোটি টাকা রিজার্ভ আছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুর এলাকায় জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শুরু করেছিলেন তখন অনেকে বলেছিল সেতু নির্মাণ করতে পারবে না বরং বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে।
কিন্তু বর্তমানে দেশ তো দেউলিয়া হয়নি বরং লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে আছে। এই টাকা গুলো আমরা ব্যয় করবো মানুষের কল্যাণে। যেখানে মানুষের উপকার হবে। বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাটিন, স্কুল, হাসপাতাল, রেললাইন এই গুলোতে আমরা ব্যয় করবো।
অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান বিপি এম, পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, জনতা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. এনামুল হক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/