জাপানে চলছে করোনার ষষ্ঠ ওয়েভ। দৈনিক সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে গত ২৪ ঘণ্টায়। বৃহস্পতিবার রেকর্ড ১ লাখ ৪ হাজার ৪৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। খবর কিয়োদো নিউজ।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়াল। জাপানের ষষ্ঠ ঢেউয়ে দেশটির ৩৪টি প্রিফেকচারে দ্রুত ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী শিগেইয়ুকি গোতো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডে-কেয়ার সেন্টারগুলোতে দুই বছর বা তৎধিক বছরের শিশুদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার।
করোনার বিস্তার রোধে ৩২৭টি চাইল্ড কেয়ার সেন্টার বন্ধ করে দেয় জাপান। টোকিও মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার নতুন করে ২০ হাজার ৬৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জাপানের রাজধানীতে এ নিয়ে টানা দ্বিতীয় দিন দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়াল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/