করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। শনিবার তার করোনা শনাক্ত হয়েছে বলে এরদোয়ান এক টুইটে জানিয়েছেন।
এরদোয়ান লিখেছেন, ‘মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর স্ত্রীর সঙ্গে করোনা শনাক্ত পরীক্ষা করিয়েছি, তাতে পজিটিভ এসেছে। আমরা বাড়িতে থেকে কাজ করা অব্যাহত রাখব। আমরা আপনাদের দোয়ার প্রত্যাশী।’
তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের দেহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
টুইটের আগে এরদোয়ান কৃষ্ণ সাগর তীরবর্তী প্রদেশ জঙ্গুলডাকে একটি সড়ক ও বেশ কয়েকটি টানেল ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধন করেছিলেন। বৃহস্পতিবার তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান বিবাদ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে কিয়েভ সফর করেছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/