মঙ্গলবারের তুলনায় ভারতে সামান্য বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন, যা মঙ্গলবারের তুলনায় সাড়ে পাঁচ শতাংশ বেশি।
তবে কমেছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৫ শতাংশ।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বুধবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
গত কয়েক দিন ধরে ভারতে ক্রমশ কমছিল করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার তা সামান্য বেড়েছে। যদিও কমেছে দৈনিক সংক্রমণের হার।
তবে এখনও মাথাব্যথা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের। তার মধ্যে দক্ষিণের ছোট রাজ্য কেরালায়ই মৃত্যু হয়েছে ৮২৪ জনের। এর মধ্যে ৫৯১ জনের আগেই করোনায় মৃত্যু হয়েছিল, কিন্তু তা নথিভুক্ত হয়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/