ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশীর মধ্যে একজনের মরদেহ শুক্রবার দেশে পৌঁছেছে। বাকিদের মরদেহ দেশে ফেরার সময়সূচিও জানিয়েছে ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস।
শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বার্তায় ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী সাতজনের মধ্যে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেনের মরদেহ শুক্রবার দেশে পৌঁছালে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপরদিকে, মাদারীপুরের রতন জয় তালুকদারের মরদেহ ১২ ফেব্রুয়ারি, শনিবার দুপুর ১টা ৫৫ মিনিট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এছাড়া সদর উপজেলার কামরুল হাসান বাপ্পীর মরদেহ রোববার ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৫ মিনিটে, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল ইসলামের মরদেহ ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫৫ মিনিটে, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ রহমান স্বজনের মরদেহ ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫৫ মিনিট, মাদারীপুরের মোস্তফাপুর গ্রামের মো. জহিরুল মাতাব্বরের মরদেহ ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫৫ মিনিটে এবং একই জেলার ঘটকচর গ্রামের সাফায়েত মোল্লার মরদেহ ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবে।
এর আগে গত ২৯ জানুয়ারি ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে দূতাবাস। মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে।
গত ২৫ জানুয়ারি ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ইতালির ল্যাম্পেদুসা যাওয়ার পথে নৌকায় ঠান্ডায় (হাইপোথার্মিয়া) অন্তত সাত বাংলাদেশি অভিবাসী মারা যাওয়ার তথ্য জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/