প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। দীঘির মতো ঢাকাই সিনেমার আরেক নায়িকা পূজা চেরিও বসেছিলেন এইচএসসি পরীক্ষার টেবিলে। ৪.০৮ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। এতে খুশি তার পরিবার।
রাজধানীর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।
ফল প্রকাশের পর পূজা চেরির মা জানান, ‘‘ আমরা সবাই অনেক খুশি। কারণ ও (পূজা) সারা বছর নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলো। পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে ও পরীক্ষা দিয়েছে। সামনে থেকে আমি দেখি সে কতটা পরিশ্রম করে। পূজা যদি টেনেটুনেও পাস করতো তাতেও আমরা সন্তুষ্ট থাকতাম।’
শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু হয় পূজা চেরির। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। সিনেমাটি তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত আদৃত। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘পোড়ামন ২’। পরিচালক রায়হান রাফী পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। একই বছরের নভেম্বরের শেষের দিকে ‘দহন’ চলচ্চিত্রে রাফী-সিয়াম-পূজা জুটিকে পুনরায় একত্রে দেখা যায়।
এখন ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ সিনেমা। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি সিনেমার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/