দুই দিনের সফরে সোমবার সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে তিনি দেশটিতে সফর করবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তুর্কির যোগাযোগ পরিদফতর।
সফর প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক ও আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক আরও মজবুত এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। এই অঞ্চলে শান্তি ও স্থিতীশলতা বজায় রাখতে উভয়পক্ষের মত বিনিময়ের কথা রয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রেসিডেন্ট এরদোয়ানের এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী যখন সৌদি ও আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে এই সময়েই সফরে আসছেন এরদোয়ান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/