ব্রাজিলের পার্বত্য এলাকা রিও ডি জেনেরিওতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম এএফপির তথ্যানুযায়ী, উদ্ধারকারীরা পেট্রোপলিস এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০১১ সালে এই এলাকায় ভারী বৃষ্টিপাতের ঘটনায় শতাধিক প্রাণহানি হয়েছিল।
স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, ১৮০ জনেরও বেশি সেনা ক্ষতিগ্রস্ত অঞ্চলে কাজ করছে। তারা আরও জানায়, ওই এলাকায় ঘটনার দিন তিন ঘণ্টার মধ্যে ২৫.৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির বেশি) বৃষ্টি হয়। যা গত ৩০ দিনে যত বৃষ্টি হয়েছে তার সমান।
রাশিয়া সফরে থাকা ব্রাজিলের রাষ্ট্রপতি জেইর বলসোনারো এক টুইট বার্তায় জানান, তিনি তার মন্ত্রীদের দুর্গতদের অবিলম্বে সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘প্রভু নিহতদের পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দিন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/