বেশি ওজনের স্ট্রবেরি ফলিয়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন এক ইসরায়েলি কৃষক। চাহি এরিয়েল নামের ওই কৃষকের ফলানো স্ট্রবেরির ওজন ২৮৯ গ্রাম। এটি ১৮ সেন্টিমিটার লম্বা এবং এর পরিধি ৩৪ সেন্টিমিটার।
এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
ইসরায়েলের ভলকানি ইনস্টিটিউটের গবেষক নির দাই বলেন, “স্থানীয় ইলান জাতের স্ট্রবেরির গড় ওজনের চেয়ে প্রায় পাঁচগুণ ভারী ছিল এটি।”
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, আইফোন এক্সআর এর ওজন ১৯৪ গ্রাম। অপরদিকে এ স্ট্রবেরির ওজন ২৮৯ গ্রাম। অর্থাৎ এটি আইফোনের চেয়ে প্রায় একশ’ গ্রাম ভারী।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে আরও বলা হয়, ২০২১ সালের শুরুতে বেশি ঠাণ্ডা থাকায় স্ট্রবেরি পরিণত হতে সময় লেগেছে। এ সময়ের মধ্যে এ স্ট্রবেরির ওজন বেড়েছে।
গত বছর পারিবারিক কৃষি জমিতে এ স্ট্রবেরি দেখার পর থেকে গিনেজ বুকে স্থান পাওয়ার আশায় ছিলেন চাহি।
এর আগের বড় স্ট্রবেরি ফলিয়ে রেকর্ড করেছিলেন জাপানের এক কৃষকের। ২০১৫ সালে ওই স্ট্রবেরির ওজন ছিল ২৫০ গ্রাম।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/