গত তিনদিন ধরে উদ্ধারকারীদের আপ্রাণ চেষ্টার পর কুয়ায় আটকে থাকা আফগান শিশু হায়দারকে বাঁচানো সম্ভব হলো না। এ ঘটনায় শোক নেমেছে আফগানিস্তানজুড়ে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর কুয়ায় পরে যায় শিশুটি। ওইদিন রাত থেকেই তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় স্থানীয় প্রশাসন।
পাশেই একটি বিশল গর্ত করে পৌঁছানো হয় তার কাছে। স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছে, শিশুটিকে বের করে আনার সময় নিস্তেজ দেখাচ্ছিল। শ্বাস নিতে দেখা যায়নি। উদ্ধারকারীরা বলছেন, বৃহস্পতিবার কুয়া থেকে কোনও সাড়া শব্দ পাওয়া পাওয়া যায়নি।
জাবুল প্রদেশের পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহর সংবাদমাধ্যম এএফপিকে বলেন, উদ্ধার হওয়ার প্রথমে মিনিটে শিশুটিকে শ্বাস নিতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসক দল তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে মারা যায়।
ছয় বছর শিশু হায়দারের মৃত্যুতে টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন তালবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি। তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি হায়দার আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে।
আফগানিস্তানের জাবুল প্রদেশের প্রত্যন্ত এলাকায় গত মঙ্গলবার ওই গভীর কুয়ায় পরে যায় হায়দার।
সূত্র: বিবিসি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/