নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মো. আলম হোসেন (৪৫) ও মো. জজ মিয়া (৫০)।
বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত দশজন দগ্ধ হন। পরে তাদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়া এলাকার আব্দুল বাতেনের টিনসেড বাড়ির পেছনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে বাস বা ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ করতে গিয়ে সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/