কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করা ও সামরিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক টুইটে ভলোদিমির জেলেনস্কি এ ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমাদেরকে সমর্থন দেয়ার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও দেশটির জনগণকে ধন্যবাদ। কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধ জাহাজ চলাচল নিষিদ্ধ করা ও সামরিক সহায়তা এই মুহূর্তে ইউক্রেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেনের জনগণ কখনোই তুরস্কের এই সাহায্যের কথা ভুলবে না।’
এসময় ইউরোপের বাকি দেশগুলোর প্রতিও রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। সাথে বলেছেন, তারা ইউরোপিয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকারও রাখেন। সূত্র: দ্য প্রিন্ট
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/