এই সময় বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। একের পর এক হিট ছবি তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। আর এই জনপ্রিয় তারকা নাকি অসুস্থ হয়েছেন। তিনি নাকি ‘ফুড কোমায়’ আক্রান্ত।
সম্প্রতি নিউ ইয়র্কে ভ্রমণ করেছেন রণবীর। সেখানে গিয়েই নাকি এমন হয়েছে অভিনেতার সাথে।শুনলে অবাক লাগলেও , ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নিজেই জানিয়েছেন ‘ফুড কোমায়’ আক্রান্ত হয়েছেন তিনি।
সেখান থেকে নিত্যদিন তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠছে হরেক রকম খাবারের ছবি। শপিং করছেন, বিগ অ্যাপেলে বসে বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করছেন সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
ওয়ার্ম পাফ পেস্ট্রি, চকলেট হানিকম্ব, কর্নফ্লেক্স, কনডেন্স মিল্ক আইসক্রিম থেকে রকমারি ডেডার্ট ছিল রণবীরের টেবিলে সাজানো।
খেতে বসে সেই ছবি শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। কড়া ডায়েট মেনে চলা এই বলি স্টার সব শেষে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে সোফায় সটান হয়ে শুয়ে থাকতে দেখা গেছে তাকে।
আর সেই শুয়ে থাকা ছবি পোষ্ট করে ক্য়াপশনে জানিয়েছেন, ‘ফলাফল ফুড কোমা’। যদিও ‘ফুড কোমায়’ আক্রান্ত হওয়া নিয়ে অভিনেতার ভক্তদের উদ্বেগ হওয়ার কোনও কারণ নেই।
অতিরিক্ত খাওয়ার পর যে তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যায় তাই আসলে এই রোগের উপসর্গ।
তবে চিকিৎসা বিজ্ঞান এটাকে গুরুতর কোনও বিষয় বলে মনে করেন না।
নেটিজেন অবশ্য অভিনেতার পোস্ট করা এই ছবি দেখে মজা করতে ভোলেননি। জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ‘অল স্টার সেলিব্রিটি গেম’ এর জন্যই এই মুহূর্তে নিউ ইয়র্কে রণবীর।
সূত্রঃ হিন্দুস্থান টাইমস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/