ইউক্রেনের রাজধানী কিয়েভের সুনির্দিষ্ট কয়েকটি নিশানায় হামলা চালানোর হুমকি দিয়ে অধিবাসীদের সতর্ক করার পরই নগরীর কেন্দ্রস্থলে টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। তবে নিহতরা সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি'র।
মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র ও প্রধান সাই-অপ সেন্টার টার্গেট করে হামলা চালানো হবে। এসব স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়। এরপর ওই হামলা চালানো হয়েছে। এরপর কিছু টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
হামলার পর টাওয়ারটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ হামলার বেশ কয়েকটি ভিডিও এখন সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশির ভাগ টিভি চ্যানেলের সম্প্রচার লম্বা সময়ের জন্য বন্ধ থাকবে। যদি বিকল্প কোনো উপায় দ্রুত বের না করা যায় তাহলে সময়টা দীর্ঘ হতে পারে।
তবে রাশিয়া ইচ্ছাকৃতভাবে কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে, নাকি ভুলে আঘাত করেছে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/