রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আজ বুধবার (২ মার্চ) আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা হতে পারে।
ইউক্রেনের মিডিয়া গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের বিভিন্ন সূত্রের বরাতে জানায়, প্রথম দফায় অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সেগুলোর অগ্রগতি নিয়ে সূত্রগুলো এরই মধ্যে কথা বলেছে। ইউক্রেন কোনো জোটে যোগ না দেওয়া, প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রেখেছে রাশিয়া।
অপর দিকে গ্লাভকমের তথ্য মতে, ইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রুশ সেনাবাহিনীর প্রত্যাহারের দাবি করে।
এর আগে সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা যাবৎ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন- দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব প্রদান করেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি।
উল্লেখ্য, বেলারুশের গোমেল অঞ্চলে প্রথম দফার বৈঠক হয়েছিল। যদিও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/