আগামীকাল শুক্রবার সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ইফতেখার শুভ পরিচালিত মুভি 'মুখোশ'। এই সিনেমার প্রচার করতে আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন সিনেমাটির নায়িকা পরীমনি। মাঠে তখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান।
সিনেমার প্রচারের মঞ্চ হিসেবে স্টেডিয়ামের গ্যালারিকে বেছে নেওয়া নতুন কোনো ঘটনা নয়।
মিরপুর শের-ই-বাংলাতেই এর আগে এমন ঘটনা দেখা গেছে। প্রায় আড়াই বছর পর মিরপুর শের-ই-বাংলার গ্যালারি আজ পরিপূর্ণ। করোনার বিধি-নিষেধ উঠিয়ে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই পরীমনি-রোশানের 'মুখোশ' সিনেমার প্রচারটা বেশ ভালোই হয়েছে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৫৫ রান। লিটন দাস সর্বোচ্চ ৬০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ এসেছে আফিফের ব্যাট থেকে। আর কেউ বিশের ঘর ছুঁতে পারেননি। জবাবে আফগানিস্তান এখন ধুঁকছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.১ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ৬৫ রান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/