ইউক্রেন ও রাশিয়ায় চলমান উত্তেজনা নিরসনে চেষ্টা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এরমধ্যে অন্যতম হল ফ্রান্স।
ইউক্রেনে হামলা করার পর যে কজন বিশ্বনেতার সঙ্গে পুতিন যোগাযোগ রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো।
রাশিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাতে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে ম্যাঁক্রোর সঙ্গে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন পুতিন।
ম্যাঁক্রোর সঙ্গে অনেকটা কড়া ভাষায় কথা বলেছেন তিনি।
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, লক্ষ্য অর্জন করে তবেই ক্ষান্ত হবেন তিনি। পুতিনের লক্ষ্য হলো ইউক্রেনকে অস্ত্রমুক্ত করা। যেন তারা রাশিয়ার জন্য হুঁমকি না হয়ে উঠতে পারে।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, পুতিন চান ইউক্রেন দ্রুত রাশিয়ার সঙ্গে বসে সমস্যা সমাধান করুক।
পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে যত দেরি হবে রাশিয়ার চাহিদা ও শর্তও বাড়তে থাকবে।
বুধবার প্রেসিডেন্ট ম্যাঁক্রো বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু করার জন্য একমাত্র পুতিনই দায়ি। ম্যাঁক্রোর এমন বক্তব্যেরও প্রতিবাদ জানিয়েছেন পুতিন।
সর্বশেষ ফোন কলে ম্যাঁক্রোকে রুশ প্রেসিডেন্ট, তিনি একা যুদ্ধ শুরু করেননি এবং তিনি এর জন্য একা দায়ী না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/