ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। আজ শনিবার অভিযানের দশম দিন। গত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে সংকট অবসানের লক্ষ্যে এই সপ্তাহান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল তৃতীয় দফা আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, 'তৃতীয় দফার আলোচনা আগামীকাল বা পরশু হতে পারে। আমরা ক্রমাগত যোগাযোগ করছি। '
গত সোমবার বেলারুশে দুই পক্ষের প্রথম দফা আলোচনায় খুব সামান্য অগ্রগতি হয়। পরে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা আলোচনায় ইউক্রেনে যুদ্ধক্ষেত্র থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সম্মত হয় দুই পক্ষ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/