রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের অন্তত ৭টি স্বাস্থ্য স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।
সংস্থাটি জানিয়েছে, ‘সাত মার্চ পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্য সেবা অবকাঠামো লক্ষ্য করে অন্তত নয়টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি হামলার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুটি সম্ভাব্য হামলার বিষেয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
তবে এই হামলায় স্বাস্থ্য সেবার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: রয়টার্স
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/