বিভিন্ন ইস্যুতে সাকিব বনাম বিসিবির লড়াই বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। বর্তমান যে ইস্যুতে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তা হলো, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট আর ওয়ানডে সিরিজ খেলতে রাজি হয়েও ফের না খেলার ঘোষণা দিয়েছেন। বিজ্ঞাপনের কাজে গেছেন দুবাই। তার এই কর্মকাণ্ড দেখে গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান এবং জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, 'যদি খেলতে না চায়, তবে সাকিবকে অনুরোধ করার কিছু নেই।
সাকিবের এই খেলা না খেলার নাটক নিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশের সাবেক এই অধিনায়ক সাংবাদিকদের বলেন, 'সাকিব যদি খেলতে না চায়, বিসিবি ডোন্ট কেয়ার। কেউ যদি খেলতে না চায় তার জন্য বাংলাদেশ দল বসে থাকবে, এটা ভুল চিন্তা। ওকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ও তো আমাদের এমপ্লয়ি। সাকিব বিসিবি চালাতে পারে না। সে বলতে পারে না, আমি আজ খেলব কাল খেলব না। '
সাকিব ছাড়াও এই মুহূর্তে তামিম ইকবাল ছয় মাসের জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছেন এবং মুস্তাফিজুর রহমান ঘোষণা দিয়েছেন যত দিন বায়ো-বাবল থাকবে তিনি টেস্ট ক্রিকেট খেলবেন না। সাকিবের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে, সাকিব নিজের অবস্থান স্পষ্ট করছেন না। খালেদ মাহমুদ সুজনের মতে, 'একজন খেলোয়াড় যখন একটানা বায়ো-বাবলের মধ্যে থাকে, তখন সে ব্রেক চাইতেই পারে। তবে সাকিব এটা আরো আগেই বলতে পারত। '
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/