যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শনিবার তারা রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে ৭৫ মিনিট কথা বলেন। খবর বিবিসির।
বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্সির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘মনে হচ্ছে যুদ্ধ শেষ করতে প্রস্তুত নন পুতিন।’ এমনকি পূর্ণ আলোচনার শর্তেও পশ্চিম ইউরোপীয় ওই দুই নেতার যুদ্ধবিরতির আহ্বান নাকচ করেছেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, দুই সরকার প্রধানের সঙ্গে আলোচনায় পুতিন ইউক্রেনের বাহিনীর আন্তর্জাতিক মানবাধিকার আইন ‘লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছেন। পুতিন তাদের বাস্তব অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। বিশেষ করে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর হাতে আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনের অসংখ্য তথ্য দিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/