শুক্রবার ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনের সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির।
শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জেলেনস্কি। খবর বিবিসির।
এর আগে জেলেনস্কি রুশ সেনাদের সতর্ক করে বলেন, রুশ সেনারা জনগণের মন ও মগজ দখল করতে পারবে না। আর শহরগুলোর দখলও সাময়িক, চীরদিনের জন্য না। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৮তম দিন আজ। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/