চীনের আন্তর্জাতিক সম্পর্ক সমিতির ভাইস চেয়ারম্যান, শাংহাই শহরের রাশিয়া, পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া সমিতির চেয়ারম্যান এবং ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির রাশিয়া গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক লিউ চুন সম্প্রতি এক নিবন্ধে বলেছেন, ইউক্রেন সংকটের সূচনাকারী হচ্ছে যুক্তরাষ্ট্র নিজেই।
তিনি বলেন, সম্প্রতি নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চীনের জনৈক উচ্চপদস্থ কর্মকর্তা রাশিয়ার জনৈক উচ্চপদস্থ কর্মকর্তাকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে ইউক্রেনে আক্রমণ না-চালানোর অনুরোধ জানান। অথচ এটি একটি ডাহা মিথ্যা ও বানোয়াট কথা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরইমধ্যে এ মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন।
লিউ চুন বলেন, নিউইয়র্ক টাইমসের মিথ্যা খবর প্রচারের উদ্দেশ্য হলো মানুষের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে দেওয়া এবং ইউক্রেন সংকটে মার্কিন দায় এড়ানো। রাশিয়া-ইউক্রেন উত্তেজনাকে উস্কে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ ও তাদের গৃহীত নীতি।
লিউ চুন আরো বলেন, ইউক্রেন সমস্যায় চীনের অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি। চীন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছে। বেইজিং মনে করেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরও সংঘর্ষ এড়ানো।- সিআরআই।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/