জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে নবজাতক মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত ২০ শিশুর মায়েদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দিনব্যাপি কর্মসূচি পালন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরই অংশ হিসেবে এ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে জন্ম নেয়া সকল শিশুর মায়েদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়েছেন ছাত্রলীগ সভাপতি।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে কয়েকজন নবজাতক মায়েদের হাতে উপহার সামগ্রী তোলে দিয়েছি। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে শিশুসুলভ উচ্ছ্বাসে মেতে উঠতেন। আমরা বিশ্বাস করি, আজকের জন্ম নেওয়া শিশুটি আগামী দিনের মুজিবসেনা। তাই জাতির পিতার জন্মদিনটাও এভাবে কাটাতে আমাদের এ আয়োজন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/