ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করেছেন সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো। স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
কারফিউ চলাকালে মঙ্গলবার দোকানপাট, ফার্মেসি এবং পেট্রোল পাম্পও খুলবে না বলে জানান ক্লিটসকো। তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকায় অথবা সাইরেন শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে গত সপ্তাহেই কিয়েভে ৩৫ ঘণ্টাব্যাপী কারফিউ জারি করা হয়েছিল।
এদিকে, কিয়েভে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রবিবার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/