যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য ত্রাণবোঝাই করা একটি ভ্যানগাড়ি যুক্তরাজ্যে চুরি হয়ে গেছে।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের চোরলি এলাকার একটি গুদাম থেকে রোববার ভ্যানটি চুরি হয়ে যায় বলে দাবি করেছে দাতব্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এইড ট্রাস্ট।
বিবিসি জানিয়েছে, সাদা রঙের একটি মার্সিডিজ ভ্যান ছিল সেটি, যা ইন্টারন্যাশনাল এইড ট্রাস্টের। এর মূল্য ২০ হাজার ইউরো। ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ভ্যানটি আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্রে বোঝাই করা হয়েছিল।
ইন্টারন্যাশনাল এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা রেভ বার্নাড কোকার বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি ছোট ভ্যানে করে দুই ব্যক্তি এসে তিন মিনিটের মধ্যে আমাদের গাড়িটি নিয়ে পালিয়ে যায়। দুই জন কেবল আমাদের একটি গাড়ি চুরি করেছে। এটি কষ্ট দিয়েছে আমাদের।
তিনি বলেন, ইউক্রেনমুখী ট্রাকগুলো বোঝাই করতে শত শত স্বেচ্ছাসেবী সাহায্য করছিল। গত সপ্তাহে আমাদের একটি গুদাম বাছাই, প্যাকিং এবং ট্রাক লোড করার জন্য ৫০ থেকে ৮০ এর মধ্যে স্বেচ্ছাসেবক ছিল৷গতকাল আমরা আমাদের ষষ্ঠ লরি লোড করেছি এবং এটি এখন ইউক্রেনের পথে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/