হাসপাতালের কেবিনে ঢুকতেই নড়েচড়ে উঠলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। অপলক চোখে তাকিয়ে পাশে দাঁড়ানো স্ত্রী ফারহানা চৈতি রুপাকে কী যেন বলছেন। পরিচয় করিয়ে দিলে মাথা ঝাঁকিয়ে অস্ফুট স্বরে তিনি বলতে চাইলেন, চিনতে পেরেছেন। স্ত্রীর প্রশ্নে রুবেল উত্তরও দিয়েছেন ‘ভালো আছি’।
বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকের ঘটনা এটি। আইসিইউ থেকে রুবেল কেবিনে ফিরেছেন মঙ্গলবার। স্ত্রী যখন তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, তিনি তাকিয়ে আছেন কেবিনে অন করা টিভির দিকে। বিকেলে শুরু হতে যাওয়া বাংলাদেশের খেলা দেখবেন কি না জিজ্ঞেস করলে রুবেল বললেন, ‘দেখব’।
স্বস্তির বিষয় হলো, রুবেলের জ্ঞান ফিরেছে। কথা বলছেন, সবাইকে চিনতে পারছেন, মাঝে হাসছেনও। কিন্তু খাবার খেতে না পারায় শরীরের দুর্বলতা কমেনি। রুবেলের জীবন যুদ্ধে সার্বক্ষণিক সঙ্গী তার স্ত্রী চৈতি। স্বামীর সেবা করার পাশাপাশি কেবিনে বসেই অফিসের কাজ করছেন ল্যাপটপে। রুবেলের অবস্থা কিছুটা উন্নতিতে স্বস্তির পরশ দেখা যায় তার চেহারায়। তিনি জানিয়েছেন, কেবিনে রেখে দিন কয়েক পর্যবেক্ষণ করবে চিকিৎসক। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
চৈতি বলেন, ‘এখন সে সবকিছু বুঝতে পারে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়। সবাইকে চিনতে পারে। তবে এখনো হাসপাতালে আছি, যাতে অবস্থা আরো একটু উন্নতি হয়। কয়েকদিন পর আশা করি চলে যেতে পারব।’
কদিন আগেই হুইলচেয়ারে বসা রুবেলের ছবিটা দেখে হতভম্ভ সবাই। অপলক দৃষ্টিতে রুবেলের নিষ্পাপ চাহনি, মায়াবি হাসি, সারল্য অবয়ব যেন চোখ ভিজিয়ে দেয়। দুই দিন ধরে ফেসবুকের দেয়ালে ছবিটা ঘুরছে। যাদেরই নজরে আসছে তারাই আফসোসের সাগরে ডুবে যাচ্ছেন।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে সবশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/