দীর্ঘদিন বন্ধ থাকার পর আফগানিস্তানে মেয়েদের স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার তা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।
পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানী কাবুলসহ দেশটির বিভিন্ন শহরের স্কুলগুলোতে আসতে শুরু করে মেয়েরা। কিন্তু হঠাৎ বন্ধের ঘোষণা দেওয়ায় মন খারাপ করে ফিরে যেতে দেখা গেছে তাদের।
ক্ষমতা গ্রহণের পর নারীশিক্ষা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ করে দেওয়ার এই ঘটনায় নারীশিক্ষার বিষয়ে তাদের নীতি নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি হয়েছে।
হঠাৎ করেই তালেবান সরকারের এই স্কুল বন্ধের ঘোষণার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেয়নি দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
তালেবানদের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমদ রায়ান বলেন, আফগানিস্তানের বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের দৃষ্টিভঙ্গি এখনও বদলায়নি।
তাদের কিছু সাংস্কৃতিক বিধিনিষেধ আছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান মুখপাত্র বিষয়টি নিয়ে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বলেছেন, মঙ্গলবার (২২ মার্চ) তালেবানের আধ্যাত্মিক কেন্দ্র কান্দাহারে শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এভাবে হঠাৎ করেই স্কুল বন্ধ করে দেওয়ায় মেয়েরা কান্না করতে করতে বের হয়ে গেছে বলে জানান কাবুলের ওমরা খান গার্লস স্কুলের শিক্ষক পালওয়াশা।
আর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিনা আমিরি টুইট করে জানিয়েছেন, স্কুল বন্ধ করায় তালেবানের ওপর আস্থা কমে গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/