ব্যস্ত এই জীবন, প্রবল মানসিক চাপ। শরীর চর্চাই এই সময়ের সবচেয়ে বড় ওষুধ, বলছেন চিকিৎসকরা। পাড়ায় মহল্লায় তাই উঠেছে জিম, অর্থাৎ শরীরচর্চা কেন্দ্র। অনেকে আবার সময় আর খোলা জায়গার অভাবে ঘরে ট্রেডমিলে দৌড়ন। এই পরিস্থিতিতে কাঠের ট্রেডমিল তৈরি করে তাক লাগালেন ভারতের তেলেঙ্গানার এক ব্যক্তি।
সম্প্রতি তেলেঙ্গানার তথ্য ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও একটি ভিডিও পোস্ট রিটুইট করেন। ৪৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে কাঠের ওই ট্রেডমিল তৈরি করার পদ্ধতি।
মাঝ বয়সি এক ব্যক্তি যেটি তৈরি করছেন। নিজের টুইটে কে টি রামা রাও ওই ব্যক্তিকে সরকারি সাহায্য দেওয়ার কথা বলেন।
মূলত কাঠের মিস্ত্রির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ওই ব্যক্তিকে ট্রেডমিলটি তৈরি করতে দেখা গেছে। একাধিক অংশ তৈরি করে শেষে জোড়া দেওয়া হয়েছে জিনিসটিকে। এক্ষেত্রে বিদ্যুতের কোনওরকম ব্যবহার নেই। যদিও বিদ্যুতে চলা ট্রেডমিলের মতোই কাজ করবে এটি, এমনটাই দাবি করা হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/