মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের পেশাজীবী ভ্রাতৃপ্রতীম চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
শনিবার সকাল দশটায় ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
একই সময় স্বাচিপ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষে সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোর নেতৃত্বে ভাষাশহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এ সময় প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা মোহাম্মদ হোসেন, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক ডা কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা আব্দুর রউফ সর্দার, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা:আ.ফ.ম আরিফুল ইসলাম( নবীন), আইন সম্পাদক সহযোগী অধ্যাপক ডা বিদ্যুৎ চন্দ্র দেবনাথ,
ও প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক ডা কামরুজ্জামান ভুঁঞা কামরুল, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা দিলরুবা আক্তার, জনস্বাস্থ্যবিদ সহকারী অধ্যাপক ডা মারফ হক খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/