সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ওড়িষার বালেশ্বর উপকূলে আজ রবিবার মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও)। খবর এনডিটিভির।
ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে ডিআরডিও টুইটারে জানায়, এমআরএসএএম-আর্মি মিসাইল সিস্টেমের ফ্লাইটটি ওড়িষার আইটিআর বালেশ্বরে পরীক্ষা করা হয়েছে। প্রায় সাড়ে দশ ঘণ্টার পরীক্ষায় আকাশসীমায় থাকা উচ্চগতির লক্ষ্যকে বাধা দিতে সক্ষম। এ দিনের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির সরাসরি আঘাতে লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি বহু দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত করেছে বলেও জানিয়েছে ডিআরডিও।
এর আগে গত বুধবার সারফেস টু সারফেস ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারতীয় সেনা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/