কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৮) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরান গাঁওয়ের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব হোসেন মধ্যপাড়া এলাকায় আবুল কাশেমের ছেলে। তিনি বাজিতপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, কথাবার্তা না শোনায় রোববার সকালে রাকিব ছোট ভাই জাকির হোসেনকে শাসন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছিলো ছোট ভাই জাকির হোসেন। এর জেরে সন্ধ্যায় আগে থেকে ওঁৎ পেতে থাকা জাকির হোসেন বড়ভাই রাকিব হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিক ভাবে রাকিবকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জাকির হোসেনকে আটকের জন্য অভিযান চলছে। এছাড়া নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/