মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাথরধসে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া, নিখোঁজ রয়েছেন বেশ কজন। দেশটির প্রত্যন্ত অঞ্চলে পাথরধসে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৭ মার্চ) দেশটির জরুরি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ওমানের বেসামরিক প্রতিরক্ষা ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানায়, আল-ধাহিরাহের প্রশাসনিক এলাকা আল-আরিদে অনুসন্ধানের জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
নিহতদের পাশাপাশি এরই মধ্যে ঘটনাস্থল থেকে আরও ৫ জনকে উদ্ধার করে হয়েছে। এদিকে, নিখোঁজদের সন্ধানে পাথরের মধ্যে উদ্ধার তৎপরতা চলছে। এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে কর্তৃপক্ষ এক টুইট বার্তায় এ তথ্য জানায়।
ওমানের রাজধানী মাস্কটের পশ্চিমাঞ্চলে আল-ধাহিরাহের অবস্থান। এ জায়গাটিতে মানুষের বসবাস তুলনামূলকভাবে খুবই কম। তাছাড়া জায়গাটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে দেশি-বিদেশি বহু শ্রমিক কাজ করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা। তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সূত্র: আল আরাবিয়া
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/