ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশ বর্তমানে একটি সন্ধিক্ষণে রয়েছে।
এ সময় তিনি রাশিয়ার যুদ্ধ কমানোর দাবি নিয়েও সন্দেহ প্রকাশ করে বলেন, এটি হচ্ছে পূর্বাঞ্চলীয় ব্রেকওয়ে অঞ্চল ডোনবাসে ’নতুন হামলার’ পূর্বপ্রস্তুতি মাত্র।
এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, “কিয়েভ থেকে রুশ বাহিনীর ‘তথাকথিত প্রত্যাহার’ আমাদের প্রতিরোধ বাহিনীর কাজের ফল।”
জেলেনস্কি, “আমরা কাউকে বিশ্বাস করি না। একটি সুন্দর শব্দও নয়। যুদ্ধক্ষেত্রে একটি বাস্তব পরিস্থিতি রয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুই ছেড়ে দিব না।”
তিনি আরও বলেন, “যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে, আপাতত ‘এগুলি কেবল আলাপ-আলোচনা মাত্র, এখনও কোনও কিছুই নির্দিষ্ট নয়’।”
জেলেনস্কি আরও বলেন, যুদ্ধবিমান ও কামানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অস্ত্র চাওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে।
তিনি বলেন, “স্বাধীনতা অবশ্যই সশস্ত্র হতে হবে এবং নিপীড়কও হতে হবে।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
এরই মধ্যে বৃহস্পতিবার ৩৬তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: বিবিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/