দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে কখনো জয় পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমনকি প্রোটিয়াদের টেস্টে কখনই হারাতে পারেনি টাইগাররা। অধরা সেই জয়ের খোঁজে আজ মাঠে নামছে মুমিনুল হকের দল।
ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলে সবগুলো ম্যাচেই পরাজয় বরণ করেছে টাইগাররা। ড্র করলেও তাই মুমিনুল হকের দল পাবে একটি ‘প্রথম’ এর স্বাদ। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশের বড় পরীক্ষা নেবে দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশন।
তবে বাংলাদেশের পেস বোলিং লাইনআপ আশাবাদী করছে সফরকারী দলকে। ফর্মের তুঙ্গে থাকা পেসাররা জ্বলে উঠলে নিউজিল্যান্ডের মত দক্ষিণ আফ্রিকায়ও অধরা জয়ের দেখা পেতে পারে টাইগাররা। আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়া খেলবে।
বাংলাদেশ দল অবশ্য নিজেদের সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে। অসুস্থ পরিবারের পাশে থাকার কারণে সাকিব আল হাসান নেই এই টেস্টে। চোটের কারণে কিঞ্চিৎ শঙ্কা আছে শরিফুল ইসলামকে নিয়েও। ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে এই ম্যাচে দেখা যাবে মাহমুদুল হাসান জয়কে। উইকেটের সুবিধা কাজে লাগাতে বাংলাদেশ এই ম্যাচে একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা: ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, খায়া জন্ডো, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, ডুয়াইন অলিভিয়ের, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস/ড্যারিন ডুপাবভিলন।
বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন চৌধুরী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/