দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ফেরালেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ১১৩ রান স্কোর বোর্ডে যোগ করেন ডিন এলগার ও সরেল এরউই।
অনবদ্য ব্যাটিং করে যাওয়া এই দুই ওপেনারকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে আউট করেন খালেদ আহমেদ। তার বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এলগার। তার আগে ১০১ বল খেলে ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
এলগার আউট হওয়ার ঠিক পরের ওভারেই অন্য ওপেনার সরেল এরউইকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন সরেল। তার আগে ১০২ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করার সুযোগ পান ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নামা সরেল।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/