দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল পেজ টুইটারে মোস্তাফিজুর রহমানের একটি ছবি পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে- সাবধান! বাঘ চলে এসেছে!
বাঘ বলতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি বুঝাতে চেয়েছে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে। কারণ বাংলাদেশ ক্রিকেট দলতো টাইগার হিসেবেই জনপ্রিয়।
আইপিএলের চলতি আসরে দিল্লি তাদের প্রথম ম্যাচে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায়। ভারত সফরে গিয়ে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকায় দিল্লির হয়ে প্রথম ম্যাচে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের।
শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাটের মুখোমুখি হবে দিল্লি। সেই ম্যাচের আগে মোস্তাফিজকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হুমকি দিয়ে রাখল দিল্লি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/