দুই সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা ইউক্রেনের ফটোসাংবাদিক এবং ডকুমেন্টারি নির্মাতা ম্যাকস লেভিনের লাশ পাওয়া গেছে রাজধানী কিয়েভের কাছে। প্রধানমন্ত্রীর সহযোগী আন্দ্রিয়ে ইয়ারমাক শনিবার একথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
টেলিগ্রামকে আন্দ্রিয়ে ইয়ারমাক জানান, ১৩ মার্চ সংঘাতপূর্ণ কিয়েভ অঞ্চল থেকে নিখোঁজ হন ম্যাকস লেভিন। ১ এপ্রিল গুটা মেঝহিরস্কা গ্রামের কাছে তার মরদেহ পাওয়া যায়।
লেভিন ইউক্রেনীয় নিউজ সাইট এলবি ডট ইউএতে দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। তার তোলা ইউক্রেন যুদ্ধের ছবি পুরো বিশ্ববাসীই দেখেছেন। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ ও সম্প্রচার মাধ্যমে ছবি সরবরাহ করতেন তিনি।
এক মাসের বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসনে ইউক্রেনে এ পর্যন্ত আটজন সাংবাদিক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/