নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দগ্ধ আরও ২ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
শনিবার রাত ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতরা হলেন,৩০ বছর বয়সী বায়েজিদ ও সজিব।
হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, বায়েজিদের শরীরের ৮৫ শতাংশ ও সজীবের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা তারা মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও পাঁচজন চিকিৎসাধীন বলে জানান তিনি।
এর আগে শুক্রবার দুপুরে দগ্ধ আকালু ও শনিবার ভোরে দগ্ধ মোহাম্মদ মুজাহিদ নামে দুইজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৯ মার্চ রাতে লিলি কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন দগ্ধ হন। পরে দগ্ধদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/