রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিরুল ইসলাম (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার দুপুরে কাওলা ফুটওভার ব্রিজের একটু সামনে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিরুল একটি দোকানে চাকরি করতেন। তিনি পরিবার নিয়ে তুরাগ বামনারটেক এলাকায় থাকতেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নাফ বলেন, স্টার লাইন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাকিরুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, এ ঘটনায় বাসচালক ইউসুফ ও হেলপার বেলাল হোসেনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/