করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। এদিন শনাক্তের সংখ্যায় নেমেছে অর্ধশতকের নিচে। গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন ৩৬ জন। দৈনিক সংক্রমণের হার শূন্য দশমিক ৫২।
এদিন করোনায় কোনো প্রাণহানী না ঘটনায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরবর্তীত রয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিফ্রিংয়ে এ খবর জানানো হয়।
এর আগে গতকাল সোমবার (৪ এপ্রিল) করোনায় একজনের মৃত্যু ও ৬১ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ০৮।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/