লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে বলরাম চন্দ্র (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ওই উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুর্ব শালমারা গ্রামে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মনঞ্জয় চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার একটু আগে বাড়ির পাশে নিজস্ব পুকুর পাড়ে খেলছিল শিশু বলরাম চন্দ্র।
এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় সে। সন্ধ্যা থেকে তার কোন সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার পরিবার। এর এক পর্যয়ে রাতে দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/